TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রযুক্তি থেকে মদ—বক্সিং ডে সেলে রেকর্ড ব্যয়ের পথে ব্রিটিশ ভোক্তারা

বক্সিং ডে সেলকে ঘিরে যুক্তরাজ্যে আবারও ব্যয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ব্যাংকিং জায়ান্ট বার্কলেজের তথ্য অনুযায়ী, একদিনেই ব্রিটিশ ভোক্তারা প্রায় £৩.৬ বিলিয়ন ব্যয় করতে পারেন। হাই স্ট্রিট ও অনলাইন মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লাখ মানুষ এই সেলে কেনাকাটায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

 

পরিসংখ্যান বলছে, এবারের বক্সিং ডে সেলে একজন ক্রেতা গড়ে £২৫৩ ব্যয় করছেন।

বড়দিনের পরপরই ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে অনেকেই আগামী বছরের জন্য উপহার কিনছেন, আবার অনেকে নিজেদের জন্য প্রযুক্তিপণ্য, পোশাক ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।
সেলের ধরনে এবারও অনলাইন ও সরাসরি কেনাকাটার সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। বক্সিং ডে সেলে অংশ নেওয়া ক্রেতাদের প্রায় অর্ধেকই দোকানে গিয়ে সরাসরি কেনাকাটার পরিকল্পনা করেছেন, যা হাই স্ট্রিটের ব্যবসায়ীদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

বার্কলেজের খুচরা খাতের প্রধান কারেন জনসন বলেন, বক্সিং ডে এখনও খুচরা বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তার মতে, ক্রিসমাসের আবেগ ও ঐতিহ্য এই সেলকে প্রাণবন্ত রাখলেও ভোক্তাদের আচরণ বদলেছে। এখন অনলাইন সুবিধা, অভিজ্ঞতাভিত্তিক কেনাকাটা এবং সচেতন ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরি হয়েছে।

মদ্যপ পানীয়, প্রযুক্তিপণ্য, গেমিং কনসোল ও গৃহস্থালি সামগ্রীর ওপর বড় ছাড় বক্সিং ডে সেলের মূল আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্যে বড় ডিসকাউন্ট অনেক ক্রেতাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে।

বিশ্লেষকদের মতে, চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যেও এই বিপুল ব্যয় প্রমাণ করে যে বক্সিং ডে সেল এখনো ব্রিটিশ খুচরা বাজারের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে টিকে আছে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউকের ভোক্তারা

যুক্তরাজ্যে কারাগারের ভয়াবহ ভুলে মুক্ত কেবাতু আবার হেফাজতে, জনরোষে চাপে লেবার সরকার

যুক্তরাজ্যে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রস্তাব