TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রায় ছয় হাজার আফগান শরণার্থী নিয়েছে যুক্তরাজ্য

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী ১৩ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত কাবুল থেকে প্রাণভয়ে থাকা পাঁচ হাজার ৭২৫ জন ব্যক্তিকে ব্রিটেনে নিয়ে গেছে৷ উদ্ধারদের মধ্যে কমপক্ষে তিন হাজার ১০০ জন ব্রিটিশ বাহিনীকে সহায়তা করা আফগান কর্মী এবং তাদের পরিবারের সদস্য রয়েছেন৷

 

আফগান ছাড়া অন্য যাদের সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে ব্রিটিশ কূটনীতিক এবং দেশটিতে নানা কারণে থাকা অন্যান্য ব্রিটিশ নাগরিকেরা রয়েছেন৷ কাবুলে থাকা ব্রিটিশ কমান্ডার ডান ব্লাঞ্চফোর্ড প্রাণভয়ে থাকে মানুষদের কাবুল থেকে সরিয়ে নেয়ার মিশনকে অত্যন্ত ‘জটিল এবং কঠিন’ মনে করছেন৷ কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে অনেক পরিবার এবং একক ব্যক্তিদের কঠিন বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷

 

এদিকে, আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেয়ার কথা থাকলেও বর্তমান উদ্ধার তৎপরতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে৷ এক্ষেত্রে সেনা প্রত্যাহারের সময় বাড়াতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটেন সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস৷

 

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে দেশটি৷ কিন্তু কাবুল থেকে বিদেশি ও তাদের সহায়তাকারী আফগানদের সরিয়ে নেয়ার কর্মকাণ্ড শেষ না হওয়ায় সেনা প্রত্যাহারের তারিখ পেছানোর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ওয়েলস৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমন সম্ভবনার কথা বলেছেন৷

 

২৫ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

প্রীতি প্যাটেলের বুলিং ইস্যুতে আইনি চ্যালেঞ্জে বরিস জনসনের সরকার

অনলাইন ডেস্ক

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

সীমাবদ্ধ অভিবাসন নীতির কারণে ভুগছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

নিউজ ডেস্ক