13.4 C
London
August 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রিন্সেস ডায়ানার ‘গোপন কন্যা’ দাবি, হত্যাকাণ্ড ও মানসিক রোগে ভুগছিলেন হাবিবা নাভিদ

লন্ডনের লুইশামে নিজের বাড়িওয়ালা ও বন্ধুকে হত্যার দায়ে ৩৫ বছর বয়সী হাবিবা নাভিদকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অপরাধী নিজেকে প্রিন্সেস ডায়ানার ‘গোপন কন্যা’ এবং যিশু হিসেবে দাবি করেছিল। সে তার এক নারী বন্ধুকে হত্যার পর বিড়ালের গলা কেটে ফেলে।

গত বছরের ১৪ আগস্ট রাতের ঘটনায় নিহত হন ৭২ বছর বয়সী ক্রিস্টোফার ব্রাউন। ময়নাতদন্তে দেখা যায়, মাথায় আঘাত ও গলা টিপে ধরার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি এবং বিড়াল ‘স্নো’-এর গলা কাটা অবস্থায় পাওয়া যায়। আদালতে জানানো হয়, আক্রমণের আগে নাভিদের মানসিক স্বাস্থ্য দ্রুত অবনতি হচ্ছিল এবং তিনি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

নাভিদ প্রথমে হত্যার অভিযোগ অস্বীকার করলেও পরে খুনের দায় স্বীকার করে খুনের অভিযোগ থেকে অব্যাহতি পান। আদালতে প্রসিকিউশন জানায়, আক্রমণের সময় নাভিদ বিশ্বাস করেছিলেন যে ব্রাউন মন্দ আত্মার প্রভাবে রয়েছে এবং তাকে হত্যা করা প্রয়োজন। তিনি প্যান দিয়ে মাথায় আঘাত করেন, গলা টিপে হত্যা করেন এবং পরে বিশ্বাস করেন যে মন্দ আত্মা বিড়ালের শরীরে চলে গেছে, তাই বিড়ালের গলা কাটেন।

ঘটনার সময় নাভিদ নিয়মিত ক্যানাবিস সেবন করতেন এবং হত্যার এক বছর আগে থেকে মানসিক রোগের ওষুধ খাওয়া বন্ধ করেছিলেন। দুইজন মনোরোগ বিশেষজ্ঞের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাভিদ তার রোগ সম্পর্কে কোনো ধারণা রাখতেন না এবং হাসপাতালে ভর্তি থাকাকালীন সহিংস আচরণ করতেন।

বিচারক সারা মুনরো কেসি জানান, হত্যাকাণ্ডের সময় নাভিদ তার কাজ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তবে তার গুরুতর মানসিক অসুস্থতার কারণে তাকে মানসিক স্বাস্থ্য আইনের অধীনে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতে আবেগঘন বক্তব্যে মি. ব্রাউনের সহকর্মীরা জানান, তিনি একজন সহৃদয়, পেশাদার আইনজীবী ছিলেন, যিনি সবসময় অন্যদের সাহায্য করতে এগিয়ে আসতেন। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, নাভিদ তাদের ভবিষ্যতের সব স্মৃতি কেড়ে নিয়েছে।

নাভিদ ভিডিও-লিংকের মাধ্যমে আদালতে উপস্থিত থেকে কেবল নিজের পরিচয় নিশ্চিত করেন।

সূত্রঃ মিরর

এম.কে
০৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে হাউজিং সংকটে লেবার সরকারঃ নির্মাণে ধীরগতি, কিন্তু আবেদন বেড়েছে বহুগুণে

নিউজ ডেস্ক

লন্ডনে একই সম‌য়ে পাল্টাপাল্টি সমাবেশ আ.লীগ-বিএনপির

যুক্তরাজ্যে অ্যাসাইলাম প্রার্থীদের ‘লাইন’ ১০ বছরে বেড়েছে ৯ গুন!

অনলাইন ডেস্ক