2.2 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রিন্স হ্যারির আইনি চ্যালেঞ্জ প্রত্যাখ্যান

ব্রিটিশ সরকার পুলিশি নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় যুক্তরাজ্যের একটি আদালতে আপিল করেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তবে পুলিশি নিরাপত্তার জন্য ব্যক্তিগত অর্থ প্রদানের অনুমতির আইনি চ্যালেঞ্জ হেরেছেন প্রিন্স হ্যারি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর প্রিন্স হ্যারি নিজ দেশে নিরাপত্তা চেয়ে যুক্তরাজ্যের একটি আদালতে আপিল করেন। কিন্তু দেশটির এক বিচারক এ ধরনের শুনানির জন্য না আগানোর নির্দেশ দিয়েছেন।

 

 

 

 

হোম অফিসের আইনজীবীরা ধনী ব্যক্তিদের পুলিশের কাছ থেকে অর্থের বিনিময়ে নিরাপত্তা দেওয়ার ধারণার বিরোধিতা করেছিলেন।

বিচারপতি চেম্বারলেন বলেন, এই দাবির জন্য বিচার বিভাগীয় পর্যালোচনা প্রত্যাখ্যান করা হয়েছে।

গত সপ্তাহে লন্ডনে একদিনের আদালতে শুনানির পর এই রায় দেওয়া হয়। এরই মাঝে সাসেক্সের ডিউক এবং ডাচেস পাপারাজ্জিদের সঙ্গে ‘বিপর্যয়কর গাড়ি তাড়া’য় জড়িয়ে পড়েছিলেন বলে তাদের মুখপাত্র বর্ণনা করেছেন।

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিবন্ধন স্কিম বেআইনি বলে মনে করে হোম অফিস

নিউজ ডেস্ক

অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাজ্যে বাড়ছে বেকারত্ব

ব্রিটেনে বেড়েছে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক