বাংলাদেশের সাংবাদিক সমাজে আপোষহীন ব্যক্তি হিসেবে পরিচিত নুরুল কবির তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক গেজেট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আজ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, তার নাম ভুল বানানে প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে প্রকাশ করা হয়েছে, অথচ তার কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি।
নুরুল কবির উল্লেখ করেন, অতীতে একাধিকবার বিভিন্ন সরকার তাকে প্রেস কাউন্সিলে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এবার সরকার বা অন্য কেউ তার সম্মতি না নিয়েই নাম গেজেটে প্রকাশ করেছে, যা তিনি অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন।
তার পোস্টে তিনি স্পষ্ট ভাষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, দ্রুত তালিকা থেকে তার নাম প্রত্যাহার করতে। তিনি বলেন, “আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আমার নাম তালিকা থেকে সরিয়ে আমাকে অনুগ্রহ করুন।”
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৯ জুলাই ২০২৫