TV3 BANGLA
বাংলাদেশ

ফজলুর রহমানবিরোধী স্লোগান থেকে চাঁদাবাজি মামলাঃ গ্রেপ্তার ফারজানা

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে উত্তেজনাকর স্লোগান দেওয়ার পর আলোচনায় আসা ফারজানা তমাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে অভিযোগ করেন যে, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। তারা পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার শর্তে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন।

বাদী জানান, হুমকির মুখে তিনি কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের হাতে তুলে দেন। তবে বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে পরিবারকে হুমকি দেওয়া হয়।

পুলিশ জানায়, এর আগের দিন বৃহস্পতিবার রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় ঢুকে তিনজন নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে একইভাবে চাঁদা দাবি করেন। সাড়ে ৫ লাখ টাকা দেওয়ার পরও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা পরিশোধের আল্টিমেটাম দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানার সামনে থেকে প্রথমে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে সমন্বয়ক তানজিল এবং ফারজানা তমাকে জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফারজানা তমাই সম্প্রতি ঢাকার সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ি ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে উত্তেজনাকর স্লোগান দিয়েছিলেন। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

মহিষের দই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি চান প্রাণিসম্পদ উপদেষ্টা

বাজারে সিন্ডিকেটকারীরা প্রকৃত মুসলমান নয়ঃ আহমাদুল্লাহ

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি