5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
মুক্তমতশীর্ষ খবর

ফাস্ট হোম স্কিম

ফাস্ট টাইম বায়ার গণ যাতে সহজে প্রপার্টি মার্কেট থেকে তাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনতে পারে, তার জন্য ইংল্যান্ড সরকার জুন ২০২১ সালে  ফাস্ট হোম স্কিম প্রবর্তন করেছে। ফাস্ট হোম স্কিমের মাধ্যমে ফাস্ট টাইম বায়ার গণ প্রপার্টি মার্কেট থেকে নিউ বিল্ড প্রপার্টি ৩০% ডিস্কাউন্টে কিনতে পারবেন। ফাস্ট হোম স্কিমের জন্য আগামী ২ বছরের মধ্যে ইংল্যান্ডের ১৫০০ নিউ প্রপার্টি তৈরী করা হবে।

 

 ফাস্ট হোম স্কিম এর মাধ্যমে প্রপার্টি কিনতে হলে যেসব তথ্য জানতে হবেঃ

  • ফাস্ট হোম স্কিম শুধুমাত্র ইংল্যান্ডের জন্য প্রযোজ্য।
  • £ ৮০০০০ এর কম বাৎসরিক হাউসহোল্ড ইনকাম (গ্রেটার লন্ডনে £৯০০০০ এর কম)
  • ফাস্ট টাইম বায়ারগণের কর্মস্থল এরিয়ায় কাঙ্ক্ষিত প্রপার্টি থাকতে হবে।
  • নিউ বিল্ড প্রপার্টি এবং মার্কেট ভ্যালু থেকে কমপক্ষে ৩০% ডিস্কাউন্টে প্রপার্টির মূল্য হতে হবে।
  • ডিস্কাউন্টের পর প্রপার্টির মূল্য £২৫০,০০০ এর বেশি হবে না। (গ্রেটার লন্ডনে £৪২০,০০০ এর বেশি)

 

ফাস্ট হোম স্কিম এর মাধ্যমে প্রপার্টি ক্রয় করার অ্যাপলিকেশন প্রক্রিয়াঃ

প্রথমে দেখতে হবে আপনার কর্মস্থল এরিয়ায় কোন বিল্ডার ফাস্ট হোম স্কিমের জন্য প্রপার্টি তৈরি করছে।  যদি ফাস্ট হোম স্কিমের জন্য প্রপার্টি তৈরি থাকে, তাহলে আপনি সরাসরি বিল্ডার এর সাথে যোগাযোগ করবেন। এরপর বিল্ডার স্কিমের জন্য আপনার লোকাল এবং ন্যাশনাল ক্রাইটেরিয়া চেক করবে। যদি আপনি উপযুক্ত হন, তাহলে বিল্ডার আপনার ডকুমেন্ট লোকাল অথরিটির নিকট পাঠাবে। এরপর প্রপার্টি কেনার জন্য আপনাকে মর্গেজ অ্যাপ্লাই করতে হবে।

 

মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: +4402080502478

আরো পড়ুন

যুক্তরাজ্যের বাড়ির দাম হ্রাস পেতে পারে বলে জুপলার তথ্য প্রকাশ

ব্রেক্সিটের পর ইইউ দেশগুলোতে কতোদিন থাকা যাবে

নিউজ ডেস্ক

দুর্দান্ত বাংলাদেশের কাছে ২য় ম্যাচেও অস্ট্রেলিয়ার হার