15.1 C
London
September 16, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করে যা বললেন মিয়া খলিফা

ফিলিস্তিনকে সমর্থন করে জনপ্রিয় লেবানিজ-মার্কিন মডেল ও সাবেক পর্নস্টার মিয়া খলিফা বলেছেন, ‘আমি নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা মানুষের পক্ষে দাঁড়িয়ে আছি।’

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে সম্প্রতি এক্সে দেওয়া মিয়া খলিফার এক পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের জবাবে তিনি আরেক পোস্টে এ কথা বলেন।

এর আগে ইসরায়েলে হামাসের হামলাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানান মিয়া খলিফা। এর জেরে পর্নো জগত ছেড়ে ব্যবসায় মনোযোগ দেওয়া মিয়া খলিফার গুরুত্বপূর্ণ একটি বিজনেস ডিল হাতছাড়া হয়ে যায়। মিয়া খলিফা লিখেছেন, ‘আমার কাছে ইসরায়েলিদের অত্যাচারের ভিডিও আছে। ফিলিস্তিনিদের উপরে নৃশংস হামলা প্রতিদিনের ঘটনা।’

তিনি লেখেন, ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি তাদের সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’

এদিকে, হামাসের সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৭৬৫ জন। আহত হয়েছেন চার হাজারের বেশি ফিলিস্তিনি। হামাসের হামলায় গত শনিবার থেকে অন্তত এক হাজার আট জন ইসরায়েলি নিহত হয়েছেন।

এম.কে
১১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

৩ মাসে রেকর্ডসংখ্যক অভিবাসীর প্রবেশ কানাডায়

রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে, প্রস্তুতি নিচ্ছে জার্মানি

ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক