ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এ পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একে ইসরাইলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।
নেতানিয়াহুর মতে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি আসলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য অযৌক্তিক পুরস্কার। তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত কেবল ইসরাইলের নিরাপত্তাকেই বিপন্ন করবে না, বরং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও উৎসাহিত করবে।
তিনি জাতিসঙ্ঘকে আহ্বান জানান, ইসরাইলের বিরুদ্ধে চালানো সব ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, তেল আবিব বন্দী ইসরাইলিদের মুক্ত করতে এবং হামাসকে নির্মূল করতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।
আসন্ন জাতিসঙ্ঘ অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে হামাসবিরোধী যুদ্ধের বাস্তবতা তুলে ধরবেন বলেও ঘোষণা দেন। তার মতে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নয়, বরং অস্থিতিশীলতা বাড়াবে।
সূত্রঃ আল জাজিরা
এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৫