15.4 C
London
August 1, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করায় কানাডাকে হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে অটোয়ার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ঝুঁকিতে পড়বে। তিনি ট্রুথ সোশালে লিখেছেন, “কানাডা সদ্য ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে সমর্থন করছে। এর ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে।”

কানাডার এই ঘোষণা যুক্তরাজ্য ও ফ্রান্সের সিদ্ধান্তের পর এসেছে, যারা সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক পর্যায়ে এই পদক্ষেপ ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে, যখন গাজায় দুর্ভিক্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই এই সিদ্ধান্তের সমালোচনা করে একে “হামাসকে পুরস্কৃত করা” বলে মন্তব্য করেছে।

এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েলে পৌঁছেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি আজ ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং গাজার মার্কিন ও ইসরায়েল-সমর্থিত মানবিক সহায়তা ফাউন্ডেশনের কেন্দ্র পরিদর্শন করবেন।

জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে যে, গাজায় ব্যাপক দুর্ভিক্ষের প্রমাণ পাওয়া গেছে এবং পরিস্থিতি এখন “ভয়াবহ ও প্রাণঘাতী” পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্থানীয় কর্মকর্তাদের হিসাবে ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৮১ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ৬২৫ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৬০,২৩৯ জন নিহত এবং ১,৪৬,৮৯৪ জন আহত হয়েছেন।

মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ানস (MAP) জানিয়েছে, গাজার প্রায় অর্ধেক গর্ভবতী ও দুগ্ধদানকারী মা মারাত্মক অপুষ্টিতে ভুগছেন এবং জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে। সংস্থাটি জানায়, তাদের স্থানীয় অংশীদারের মাধ্যমে পরীক্ষা করা ৪৪ শতাংশ মা গুরুতর দুর্ভিক্ষে আক্রান্ত এবং অবিলম্বে চিকিৎসা সহায়তা প্রয়োজন।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
৩১ জুলাই ২০২৫

আরো পড়ুন

হামলার ভয়ে একরাতে ৫ বার বাঙ্কারে লুকান মার্কিন রাষ্ট্রদূত

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করে রাশিয়াঃ পুতিন

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে