16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ফিলিস্তিন অ্যাকশন সমর্থন বিক্ষোভ ঘিরে পুলিশ-যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থান

ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির সমর্থনে লন্ডনে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেট্রোপলিটন পুলিশ ঘোষণা দিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গ করলে যে কেউ গ্রেপ্তারের মুখোমুখি হবে।

ডাউনিং স্ট্রিট জনগণকে বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, ৩০০ জন ব্রিটিশ ইহুদি প্রধানমন্ত্রী বরাবর এক চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান পরিচালক মাইক লি, লেখক মাইকেল রোজেন, মানবাধিকার আইনজীবী জিওফ্রি বাইন্ডম্যান কেসি ও নাট্যকার গিলিয়ান স্লোভো।

ডিফেন্ড আওয়ার জুরিজ নামের প্রেসার গ্রুপ শনিবার ওয়েস্টমিনস্টারে বিক্ষোভের ডাক দিয়েছে। অংশগ্রহণকারীরা “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি” লেখা প্ল্যাকার্ড হাতে হাজির হবেন। আয়োজকরা পুলিশের ওপর চাপ তৈরি করার অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে।

পুলিশের মতে, যদিও আয়োজকরা হাজারো মানুষের উপস্থিতি আশা করছে, বাস্তবে কয়েকশ মানুষ যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। তবুও, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত হতে পারেন। পূর্বের মতো, গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তি দিয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

একই দিনে আরও দুটি বড় বিক্ষোভ—একটি প্রো-ফিলিস্তিন মার্চ এবং অন্যটি অভিবাসনবিরোধী সমাবেশ—হওয়ার কারণে পুলিশের ওপর অতিরিক্ত চাপ পড়বে। মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে লন্ডনের মেয়র সাদিক খান মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, শনিবারের বিক্ষোভের পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্ত।

ডিফেন্ড আওয়ার জুরিজ জানিয়েছে, আন্দোলনটি ভবিষ্যতে নিয়মিত চলবে এবং গ্রেপ্তার হওয়া এখন অনেকের কাছে “গৌরবের প্রতীক” হয়ে উঠেছে। এদিকে, সংগঠনটি জানিয়েছে, সংসদ সদস্যদের অংশগ্রহণে অনীহা রয়েছে কারণ এতে তাদের সংসদ থেকে বরখাস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রায় ৪০ জন প্রো-ফিলিস্তিন বিক্ষোভকারী লেবার পার্টির সদর দপ্তরের সামনে সমবেত হয়ে স্টারমার ও লেবার পার্টির বিরুদ্ধে স্লোগান দেন এবং পাত্র বাজিয়ে প্রতিবাদ জানান। তাদের একটি ব্যানারে লেখা ছিল, “আমরা ফিলিস্তিন অ্যাকশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি আবেদনকে সমর্থন করি। বর্ণবাদের বিরুদ্ধে লড়ুন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ুন।”

ন্যায়বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আদালতে মামলার চাপ বাড়লেও ফৌজদারি বিচারব্যবস্থা প্রস্তুত আছে। তবে হোম অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন কে?

যুক্তরাজ্যের বর্ডার ফোর্স কার্যত সামরিক নিয়ন্ত্রণেঃ আইআরআর-এর প্রতিবেদন

যুক্তরাজ্যে উপনির্বাচন ও মেয়র পদে লেবারকে হারিয়ে জিতল ডানপন্থী রিফর্ম ইউকে