12.6 C
London
February 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ফেসবুকে হরতাল ডেকে মাঠে নেই আওয়ামী লীগ!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে-বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে। তবে হরতালের পক্ষে পুরো বাংলাদেশে এমন কি গোপালগঞ্জের মুকসুদপুরের কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতা চোখে পড়েনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে আওয়ামী লীগের কথিত হরতাল কর্মসূচি শুরু হয়। দুপুর ২টা নাগাদ হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ গত ৫ আগস্টের পর থেকে অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। দলের নেতাদের অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন। যারা দেশে আছেন তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন, বাকিরাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না।

আওয়ামী লীগ অনেক বছর পর হরতালের মতো কর্মসূচিতে ফিরল। দলটি টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। এর আগে প্রায় দুই বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতালের কর্মসূচি দেয়নি। ২০০৭ সালের জানুয়ারির পর তারা এই প্রথমবার এ ধরনের কোনো কর্মসূচি দিলো।

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ভুটান সরকারের নাটকীয় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

হাসিনার অবস্থান নিশ্চিত করলো ভারত

শেখ হাসিনা হিন্দুদের উপর চেপে সংকট উত্তরণের চেষ্টা করছেঃ হিন্দু মহাজোটের সভাপতি