7.9 C
London
February 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সের রুয়োতে বিনা খরচে গণপরিবহণে চড়বেন অভিবাসীরা

ফ্রান্সের সেইন মারিতিম ডিপার্টমেন্টের রুয়ো শহরের মেয়র শহরটিতে আসা নতুন আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য ১২ হাজার ৪৫০টি গণপরিবহণের টিকিট বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছেন৷

ফরাসি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচিত শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল এ ঘোষণা দিয়েছেন৷ স্থানীয় রুয়ো-নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক ফরাসি দপ্তর (অফি)-এর মাধ্যমে যৌথভাবে টিকেটগুলো বিতরণ করা হবে বলে জানিয়ছেন মেয়র৷

শহর কর্তৃপক্ষের মতে, অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে৷

তবে এমন ঘোষণার পর শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন৷ অতি ডান সমর্থকেরা এটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

নিকোলা মেয়ার রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যম আকচুকে ৩ ফেব্রুয়ারি বলেন, ‘‘এই চুক্তির লক্ষ্য হল আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা৷ অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে৷’’

ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা মাসিক ট্রান্সপোর্ট পাবার আগ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়৷ নতুন এই উদ্যোগের ফলে রুয়ো-নরমান্দি অঞ্চলে আসা আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে৷

বিনামূল্যে গণপরিবহণের টিকিট দেয়ার এই ঘোষণা অতি ডানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ মেয়র নিকোলা মেয়ার-রসিনিউল বুধবার সন্ধ্যায় তার এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

নিউজ ডেস্ক

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের হ্যাট

মানুষের মতো সংবাদ পড়লেও তিনি মানুষ নন