11.2 C
London
May 3, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বছরে দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী দরকার ইটালির

২০৫০ সাল পর্যন্ত শ্রমখাতের ঘাটতি মেটাতে প্রতি বছর অন্তত দুই লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী প্রয়োজন ইউরোপের দেশ ইটালির৷ ২০২৩ সালের অভিবাসন নিয়ে গবেষণা প্রতিবেদনের প্রকাশের ঠিক আগে এই তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চ৷

সংস্থাটি বলছে, ইটালির বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় দেশটির শ্রমবাজারে কর্মীর ঘাটতি দেখা দেবে৷ এই ঘাটতি পূরণে বিদেশি শ্রমিকের দরকার ইটালির৷ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ইটালিতে বয়স্ক লোকের সংখ্যা বাড়তে থাকার কারণে শ্রম বাজারে যে ঘাটতি তৈরি হবে, তা পূরণে আগামী ২০৫০ সাল পর্যন্ত বছরে দুই লাখ ৮০ হাজার বিদেশি শ্রমিকের প্রয়োজন হবে দেশটির৷

সংস্থাটির দাবি, বিদেশি কর্মীদের বিষয়ে সরকারের পরিচালিত নীতির কারণে গত ১২ বছর ধরে বিদেশি শ্রমিকদের দেশটিতে আসার পথ রুদ্ধ ছিল৷ জাতীয় অর্থনীতিতে শ্রমিকের ঘাটতি তৈরি হওয়ার পেছনে এটি ছিল একটি বড় কারণ৷

তবে ২০০৪-২০০৬ সালের মধ্যে বিদেশি নাগরিকদের ইটালির শ্রমবাজারে কাজ করার সুযোগ দিতে নীতি প্রণয়ন করে ইটালি সরকার৷ এই নীতির প্রশংসা করেছে আইডিওএস৷

নতুন এই নীতি অনুযায়ী, ইটালি সরকার ২০২৩ সালে এক লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে এক লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে এক লাখ ৬৫ হাজার বিদশিকে নিয়মিতভাবে অভিবাসনের সুযোগ দেবে। অভিবাসীদের ইটালির সমাজে একীভূত করার পরিকল্পনা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, বিদেশি শ্রমিকদের অনেকেই কম বেতনে, ক্লান্তিকর কাজে নিয়োজিত, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷ আর প্রতি তিন জনে দুই জন বিদেশি শ্রমিক ইটালিয়ানদের তুলনায় কম দক্ষ৷

তাছাড়া, গড় জাতীয় আয়ের তুলনায় তাদের আয় তিন ভাগের এক ভাগ৷

আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট লুসা ডি সিউলোর মতে, স্থানীয়দের বয়স বেড়ে যাওয়া, তরুণদের এবং অধিক যোগ্যদের দেশ ছেড়ে যাওয়ার কারণে চাকরির বাজারে ঘাটতি তৈরি হয়েছে এবং সেই সঙ্গে দেশের উৎপাদন খাতে প্রভাব পড়ছে৷

এম.কে
২৫ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালো পাকিস্তান

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ১৭ হাজারেরও বেশি চেইনস্টোর বন্ধ!

অনলাইন ডেস্ক

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

অনলাইন ডেস্ক