মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বরিস জনসন সরকার। আগামী ১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
এতে সংক্রমণকে উস্কে দেওয়া হবে বলছে সংস্থাটি। মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডা. চান্দ নাগপৌল সরকারের নেয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ব্রেকফাস্ট প্রোগ্রামে সতর্কবার্তাও দেন তিনি।
তিনি বলেন, যুক্তরাজ্যে আগামী ১৯ জুলাই লকডাউনে যে শিথিলতা আসছে তা খুবই খারাপ হতে যাচ্ছে। ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলছেন অনেকে। সরকারের এ ধরনের পদক্ষেপে দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বরিস জনসনের শিথিলতার সিদ্ধান্ত স্পষ্ট বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে বলেও উদ্বেগ জানান ডা. নাগপৌল।
দেশটির সরকারের তথ্যমতে, ১২ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের ৮৭ শতাংশ মানুষ করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ নিয়েছেন। মাত্র তিন ভাগের দুই ভাগ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। যুক্তরাজ্যে সবশেষ ৬ জন করোনায় মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক। সংক্রমণ এবং মৃত্যুর হার কমে আসলেও বিধিনিষেধ তুলে নিলে পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে না জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, সম্প্রতি ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে করোনার সব বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী দেশজুড়ে আনলকের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরাও। তারা এ বিষয়ে একমত নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
১৪ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

