7.3 C
London
March 28, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

প্রাক্তন বন্ধুকে হত্যার দায়ে লন্ডনে দুই বাংলাদেশি মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় এক মাদক ব্যবসায়ী নিষ্ঠুরভাবে হত্যার দায়ে দণ্ডিত হলেন অপর দুই মাদক ব্যবসায়ী। ওই বন্ধুকে ১৫ বার ছুরিকাঘাতের পর রক্তের স্রোতে তাকে মৃত্যুর জন্য ফেলে রেখে যায় আসামীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। [তথ্য সূত্র: মাই লন্ডন]

 

জানা যায়, আলিমুল ইসলাম এবং মফিজুর রহমান, দুজনেই ২১ বছর বয়সী, পূর্ব লন্ডনের বাইরে ২৩ বছর বয়সী আলিমুজ জামানের উপর হামলা চালায়। তারা তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেন কম্যুনিটির সদস্যরা।

 

২০১৯ সালের ২৬ মে ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যা ব্রিটিশ বাংলাদেশি কম্যুনিটিকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল।

 

আলিমুজকে ছুরিকাঘাতের জন্য একটি বড় র‌্যাম্বো-স্টাইলের ছুরি ব্যবহার করা হয়েছিল। ছুরিকাঘাতে ‘বিপর্যয়কর’ রক্তক্ষরণের কারণে  হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

 

আলিমুজ জামান পপলার বার্ডেট এস্টেটে একজন মাদক ব্যবসায়ী এবং হত্যাকারীদের পূর্বপরিচিত।  দুই আসামী তাদের নিজস্ব মাদক ব্যবসা প্রতিষ্ঠা করার আগে আলিমুজকে রানার হিসাবে কাজ করাতো।

 

ফোন রেকর্ডগুলি দেখায়, এই বর্বর হত্যাণ্ডটি ঘটার আগের মাসগুলোতে হত্যাকারীদের সঙ্গে ভিকটিমের নিয়মিত যোগাযোগে ছিল এবং এর আগে সন্ধ্যায় দেখা হয়েছিল।

 

২২ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ভূমধ্যসাগর থেকে ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

অনলাইন ডেস্ক

ঢাকার পূর্বাচলে ‘বাঘ’ আতংক!

অনলাইন ডেস্ক

ফ্রান্সে বিদ্যুৎহীন আড়াই লাখ বাড়ি