21.5 C
London
July 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বসুন্ধরা চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে সিলেট আদালতে গ্রেপ্তারি পরোয়ানা

বিশিষ্ট শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ছয়জনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ এ আদেশ দেন। মামলাটি দায়ের করেন দৈনিক কালের কণ্ঠের সিলেটের সাবেক ব্যুরো প্রধান আহমেদ নূর।

বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম জানান, এর আগে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—দৈনিক কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বর্তমান সম্পাদক হাসান হাফিজ, চেক স্বাক্ষরকারী সাবেক সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম। মামলায় প্রাতিষ্ঠানিকভাবে বিবাদী করা হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। বাদী দাবি করেন, তিনি কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান হিসেবে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেছেন। কিন্তু চাকরি শেষে ওয়েজ বোর্ড অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট ও পাওনা পরিশোধে গড়িমসি করে কর্তৃপক্ষ।

পরে একধাপে কিছু অর্থ পরিশোধ করা হলেও ২০২৪ সালের জানুয়ারিতে ১০টি চেক প্রদান করা হয়। এর মধ্যে দুটি চেক অনার হলেও বাকি আটটি চেক ডিজঅনার হয়, যার মোট পরিমাণ ৬ লাখ ১ হাজার ৮২৪ টাকা।

আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠানোর পরও আসামিপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালের ৫ ও ৩১ ডিসেম্বর দুটি চেক ডিজঅনারের অভিযোগে পৃথক দুটি মামলা করেন বাদী। আজ বৃহস্পতিবার দায়ের করা প্রথম মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়নি, তবে মামলার অগ্রগতি বিচারক নজরে রাখছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এম.কে
১৯ জুন ২০২৫

আরো পড়ুন

মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে নাঃ সেনাপ্রধান

বেগমপাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক শুক্রবার