3.7 C
London
December 28, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশকে নিয়ন্ত্রণে ভারতের নীলনকশা!

১৫ বছরে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে কুক্ষিগত করার সব আয়োজন করে ভারত। বিশ্লেষকরা বলছেন সাগরতীরে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ, ট্রানজিট কিংবা মৈত্রী সেতু এসবের আড়ালে বাংলাদেশকে নিয়ন্ত্রণের নীলনকশা বাস্তবায়ন করছে ভারত।

২০১৫ সালে ৬ জুন খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর উপর ভারতের বহুদিনের কাঙ্ক্ষিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ ১৩৩ কোটি টাকার সেতুর পুরো ব্যয় বহন করে ভারত। ২০২১ সালে ৯ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের পূর্ণ সুবিধার জন্যই সেতুর পাশে তৈরি হয়েছে রামগড় স্থল বন্দর। এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে ১১০৭ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাট-রামগড় ৩৮ কিলোমিটার চার লেনের কাজ চলছে জোরেসোরে। মৈত্রী সেতু পর্যন্ত যোগাযোগকে সহজ করার জন্য পাহাড় ভেদ করে তৈরি করা হচ্ছে এই সড়কগুলো। এই সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে।

বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দীপ চ্যানেলের পাশে চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল। এমন একটি অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯শ একর জমি। বিশ্লেষকরা মনে করেন, শিলিগুড়ি করিডরের চিকেন নেকে নিজেদের বিপদ এড়াতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে ভারত। ফেনী নদীর উপর সেতু আর সেতু কেন্দ্রীক সড়ক আর স্পর্শকাতর জায়গায় জমি বরাদ্দকে বিপজ্জনক মনে করছেন বিশ্লেষকরা।

তবে ভারতের আগ্রাসন ঠেকাতে ও বাড়াবাড়ির জবাব দিতে সক্ষম বাংলাদেশ বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার আর ভারতের করা সব চুক্তি যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে হবে বর্তমান সরকারকে।

এম.কে
২৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

অবশেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী

নিউজ ডেস্ক

ফ্যাসিস্টের শেকড় গভীরে, লড়াই এত সহজ নয়ঃ আইন উপদেষ্টা

আমি পদত্যাগ করব না: চাঁবিপ্রবি উপাচার্য নাছিম আখতার