TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা নিয়ে সুখবর

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। সোমবার (২ জুন) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির বলেন, “ইন্দোনেশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই আমরা কাজ করছি। বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালুর বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।”

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, “খুব শিগগিরই বাংলাদেশ-ইন্দোনেশিয়া ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”

রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকবে ইন্দোনেশিয়া, জানিয়ে আরামানথা নাসির বলেন, “মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়া সবসময় বাংলাদেশের পাশে রয়েছে।”

তিনি আরও বলেন, “ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া কাছাকাছি হলেও এতদিন সম্পর্ক তেমন নিবিড় ছিল না। এখন সময় এসেছে সেই সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার।”

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হলে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এম.কে
০৩ জুন ২০২৫

আরো পড়ুন

সাদপন্থিরা ‘সন্ত্রাসী গোষ্ঠী’, তাদের নিষিদ্ধ করা হোকঃ মামুনুল হক

অভ্যুত্থানের দুই হত্যা মামলায় সালমান এফসহ ৩ জনকে অব্যাহতির চেষ্টা

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র