সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির আলোচনা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে এ প্রসঙ্গে আলোচনা হয় পররাষ্ট্রমন্ত্রীর।
আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুধুমাত্র দুবাইতে বাংলাদেশির জন্য এখন এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে। অন্য ছয়টি এমিরেটসে এ ভিসা চালু নেই। এমপ্লয়মেন্ট ভিসা চালু করার ব্যাপারে আলাপ করেছি।
প্রবাসীদের আকামা ট্রান্সফার অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, তারা এই বিষয়টি এলাও করেছে। কিন্তু আকামা ট্রান্সফার করতে গেলে অনেক সময় ঝামেলা পোহাতে হয় এবং অনেক ফি দিতে হয়। আমরা এই বিষয়টি নিয়েও আলাপ করেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক আমিরাতের সঙ্গে বহুমাত্রিক। তারা আমাদের দেশে বিনিয়োগ করছে। চট্টগ্রামে বে-টার্মিনালে বিনিয়োগসহ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আলোচনা হয়েছে। মাতারবাড়িতে জমি নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি আরব আমিরাতকে। আশাকরি তারা বড় প্রজেক্ট নিয়ে বাংলাদেশে আসবে।
এম.কে
২৩ মার্চ ২০২৪