10.5 C
London
November 7, 2024
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশিদের টার্গেট করে অনলাইনে জুয়া, আটক ১২

মালয়েশিয়ায় বাংলাদেশিদের টার্গেট করে অনলাইনে জুয়া খেলার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

রোববার ব্রিকফিল্ড জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আমিহিজাম আবদুল শুকর এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার দেশটির ক্লাং উপাত্যকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ছয়জন স্থানীয় পুরুষ এবং ১৯ থেকে ৩৭ বছর বয়সী ছয়জন বিদেশি পুরুষ নাগরিক রয়েছেন।

এর মধ্যে ছয়জনকে তিনদিন এবং বাকিদের দণ্ডবিধির ৪২০/১২০বি ধারা এবং ১৯৫৩ সালের উন্মুক্ত জুয়ার আইনের ৪(১) ধারা অনুযায়ী তদন্তের জন্য মঙ্গলবার পর্যন্ত চার দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আটকৃতদের মোবাইল ও কম্পিউটার চেক করে অনলাইন জুয়ার লেনদেনের অসংখ্য তথ্য পাওয়া গেছে। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি ল্যাপটপ, চারটি কম্পিউটার, একটি আইপ্যাড, তিনটি পাসপোর্ট, দুটি রাউটার মডেম, একটি অ্যাকসেস কার্ড ও একটি বাড়ির চাবি জব্দ করা হয়।

এই জুয়া ও লেনদেনের সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

আটককৃতরা সবাই সুপারভাইজার এবং কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে কাজ করত এবং বিশেষ করে এই সিন্ডিকেট দল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের টার্গেট করে আসছিলেন বলেও জানান ব্রিকফিল্ড জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার।

এম.কে
১২ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ‘ছনের ঘর’

নিউজ ডেস্ক

বন বিভাগের জমিতে সাবেক চিফ হুইপ আবদুস শহীদের চা বাগান

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নরের নামে ভুয়া আইডি, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক