10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত সবরকম ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানায় আলজাজিরা।

 

খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমডি শাহরিয়ার আলমের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বৈঠক পরবর্তী বিবৃতিতে পাকিস্তানি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশিদের ভ্রমণে সকল প্রকার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে পাকিস্তান। বৈঠকে উভয়পক্ষই সকল স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেছে।

 

পাকিস্তানি গণমাধ্যম এ ঘোষণাকে দক্ষিণ এশিয়ার দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা সৃষ্টির নতুন উদাহরণ বলে উল্লেখ করে। তারা বলেছে, গত বছরের জুলাইয়ে হাসিনা-ইমরান ফোনালাপের পর এই প্রথম ভিসা শিথিলের ঘোষণা দিয়েছে তাদের দেশ।

 

আরেকটি সাক্ষাৎকারে পাকিস্তানি হাই-কমিশনার বলেছেন, এবার বাংলাদেশের পক্ষ থেকেও একইরকম সিদ্ধান্ত আশা করছে পাকিস্তান।

 

তিনি বলেন, বাংলাদেশে এখনও পাকিস্তানি নাগরিকদের ভ্রমণে বেশ কিছু কড়াকড়ি রয়েছে, আমি বিষয়টি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছি এবং তাকে আমাদের তরফ থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে।

 

৮ জানুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

অনলাইন ডেস্ক

ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ সোহেল রানা ভারতে আটক

সফরসঙ্গীর করোনা পজিটিভ, লন্ডনে গিয়ে বেকায়দায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী