13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস এসেক্সের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন

এসেক্স ইয়ংস্টার রবিন দাস ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সাথে তার চুক্তি বাড়িয়েছেন। ২১ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান রবিন দাস এসেক্সের হোয়াইট-বল ক্রিকেটের নিয়মিত সদস্য।

তিনি এই বছরের শুরুর দিকে চেলসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২ রান করেছিলেন।

রবিন দাস বলেন, ” আমি এখানে নিজের বাড়ির মতো পরিবেশ পাই যা আমাকে আমার প্রাকৃতিক খেলা খেলতে দিয়েছে।”

উল্লেখ্য যে, রবিনের জন্ম ইংল্যান্ডের লেইটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে।রবিনের বড় ভাই জোনাথন জয় দাসও ক্রিকেট খেলে থাকেন।

এম.কে
২০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

জর্জ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই সাবেক পুলিশ কর্মকর্তা

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ

সাদিক খানের ওপর ডোনাল্ড ট্রাম্পের শরিয়া আইন সম্পর্কিত আক্রমণ লেবার এমপিদের ক্ষুব্ধ করেছে।

নিউজ ডেস্ক