বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আর কোনো দেশকেই সহায়তা দেবে না। তবে জরুরি খাদ্যসহায়তা এবং ইসরায়েল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির কাছে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মেমোতে এ তথ্য পাওয়া গেছে।
তবে আজ বাংলাদেশের ব্যাপারেও ছাড়ের সিদ্ধান্ত দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। বাংলাদেশে বাস করা রোহিঙ্গাদের জন্য বিশেষ ছাড় ও অনুদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তাকে মার্কিন সহায়তা স্থগিত থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আজ বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে এই অব্যাহতির বিষয়ে অবহিত করেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৬ জানুয়ারি ২০২৫