23.6 C
London
August 11, 2025
TV3 BANGLA
ফিচার

বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্তঃ কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ সিনেমার বিশেষ সম্মাননা

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য গৌরবময় এক ইতিহাস সৃষ্টি করল নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল–এ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র পুরস্কৃত হলো। উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘আলী’ পেয়েছে Special Mention Award বা বিশেষ সম্মাননা।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ মে) ‘আলী’ প্রদর্শনের পরপরই এটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। এরপর শনিবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ঘোষিত পুরস্কার তালিকায় উঠে আসে ‘আলী’র নাম, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন, যিনি স্বনামে ‘আলী’ চরিত্রে হাজির হয়েছেন।

পরিচালক আদনান আল রাজীব জানিয়েছেন, “আলী শুধুমাত্র একটি কিশোরের গল্প নয়, এটি আমাদের সমাজে প্রচলিত কিছু অদৃশ্য বেড়ার বিরুদ্ধে প্রতিবাদ। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে, ভালো গল্পের কোনো সীমানা নেই।”

চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, ‘আলী’র এই স্বীকৃতি শুধু আদনান আল রাজীব বা টিম আলী’র জন্যই নয়, বরং বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এক নতুন দিগন্তের সূচনা।

এই পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে প্রমাণিত হলো, বাংলাদেশের নির্মাতারা আন্তর্জাতিক মঞ্চে সৃজনশীলতা ও সাহসী গল্প বলার দিক থেকে পিছিয়ে নেই। উৎসবের এই স্বীকৃতি দেশের তরুণ নির্মাতাদের জন্য হবে অনুপ্রেরণার এক নতুন আলো।

তথ্যসূত্রঃ কান ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়াল ওয়েবসাইট, আন্তর্জাতিক চলচ্চিত্র সংবাদমাধ্যম

এম.কে
২৬ মে ২০২৫

আরো পড়ুন

দুঃসংবাদ পেল অ্যাপল

নিউজ ডেস্ক

প্রতি ৩-৪ সপ্তাহে ১টি করে কোম্পানি কিনেছে অ্যাপল

অনলাইন ডেস্ক

নতুন বছরে নতুন উপহার: টিভিথ্রি বাংলায় সম্পূর্ণ নতুন আইন বিষয়ক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক