TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য

করোনাভাইরাসের টিকা নিলে বাংলাদেশ সরকার যে সনদ দিচ্ছে তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর ফলে টিকা প্রাপ্তির বাংলাদেশি সনদ নিয়ে যুক্তরাজ্য গেলে তাকে আর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে না।

 

স্থানীয় সময় আগামী সোমবার (১১ অক্টোবর) ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গেলে তার ক্ষেত্রে সনদ সংক্রান্ত নতুন এই নিয়ম প্রযোজ্য হবে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদকে তারা যুক্তরাজ্যে বৈধ টিকা সনদের তালিকায় যুক্ত করে নিয়েছে। এছাড়া যুক্তরাজ্য সরকার অনুমোদিত টিকা যেসব দেশে দেওয়া হচ্ছে, সেসব দেশের সনদও স্বীকৃতি দেবে দেশটির সরকার।

 

প্রসঙ্গত, এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন নিয়ে যুক্তরাজ্য সরকার। এরমধ্যে প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে। এছাড়া চীনের সিনোভ্যাক টিকাও দেওয়া হচ্ছে।

 

৮ অক্টোবর ২০২১
সূত্র: সময় অনলাইন

আরো পড়ুন

যুক্তরাজ্যের বে সিস্টেম সামরিক লক্ষ্যবস্তুতে পরিনত হবেঃ ক্রেমলিন

হুথিদের আক্রমণে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করলো ব্রিটিশ কোম্পানি বিপি

ব্রিটিশ ডানপন্থী রাজনীতিতে ভূমিকম্প, রিফর্মে চলছে গোপন রিক্রুটমেন্ট অভিযান