TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের পাচারকৃত টাকা ফেরতের পক্ষে মত দিলেন ব্রিটিশ এমপি

বাংলাদেশে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাজ্যের সাংসদ রুপা হক। তিনি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের অবস্থা আঁচ করতে বাংলাদেশ সফর করছেন বলে জানা যায়।সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুপা হককে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার মতামত ব্যক্ত করেন। রুপা হক বলেন, তিনি এ বিষয়ে তেমন বিস্তারিত জানেন না, তবে তার স্পষ্ট মতামত হলো যারা বাংলাদেশ থেকে অর্থ পাচারের সাথে জড়িত, তাদের এই অর্থ ফেরত দেওয়া উচিত।

তিনি আরও বলেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ যে পাচারকৃত অর্থ যেন বাংলাদেশে ফেরত আসে এবং দেশের উন্নয়নে ব্যবহার হয়। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

উল্লেখ্য, বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এটি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমপি রুপা হকের এই মন্তব্য দেশের অর্থ পাচার রোধ এবং অর্থ ফেরতের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

এম.কে
০৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন

‘গণহত্যা’-র বিচার করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশঃ টাইমস অব ইন্ডিয়া

মইন ইউ আহমেদ একজন ব্যর্থ সেনাপ্রধান —ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির