15 C
London
April 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি শীর্ষ মার্কিন সংস্থাগুলোর

ক্রমবর্ধমান বাংলাদেশ-মার্কিন অর্থনৈতিক অংশীদারিত্বকে সমর্থন করার এবং দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী বাণিজ্যিক সম্পর্ককে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন-বাংলাদেশ ব্যবসায়িক কাউন্সিলের প্রতিনিধিত্বে বাংলাদেশে নিযুক্ত শীর্ষস্থানীয় মার্কিন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৮এপ্রিল ) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস। সঙ্গে ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের প্রতিনিধিরা।

‘বাংলাদেশ বিনিয়োগ’ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উপর আলোকপাত করা হয়েছে। মার্কিন কোম্পানিগুলি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে যেন একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রাখা যায়।

পিটার হাস বলেন, “মার্কিন কোম্পানিগুলির বাংলাদেশের প্রবৃদ্ধির গল্পের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে। যা স্থিতিস্থাপকতা, উদ্যোক্তা এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির উপর ভিত্তি করে তৈরি।”

প্রতিনিধি দলটি বাণিজ্য ও অ-শুল্ক বাধা মোকাবেলায় অর্থনৈতিক সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগামী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে। তারা বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলায় এবং মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বাংলাদেশ কী পদক্ষেপ নিতে পারে তা চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছে।

“মার্কিন কোম্পানিগুলি বাংলাদেশের প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ এই আলোচনায় কার্যকরভাবে নিজেদের অবস্থান তৈরি করবে” যোগ করেন পিটার হাস।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোর অবদানের জন্য নির্বাহীদের ধন্যবাদ জানান এবং বাধা অতিক্রম এবং ব্যবসা করার সহজতা উন্নত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন।

সূত্রঃ প্রেস উইং

এম.কে
০৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে নেয়া ঋণ পুরোটাই শোধ করল শ্রীলংকা

নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার: রয়টার্স