15.4 C
London
September 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের রেলস্টেশনে বিদেশির ফোন ছিনতাই, কান্নাজড়িত অনুরোধেও ফেরত মেলেনি ফোন

বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশনে এক বিদেশির সঙ্গে বিব্রতকর এক ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি হাটুগেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কয়েকজনের কাছে করজোড়ে অনুরোধ করছেন তার ছিনতাই হওয়া ফোনটি ফেরত দেওয়ার জন্য। কান্নাজড়িত কণ্ঠে তিনি বোঝাচ্ছিলেন, মোবাইলটিতে তার জরুরি নথিপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিদেশির চোখে-মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তিনি মরিয়া হয়ে অনুরোধ করছেন, কিন্তু ট্রেনের ছাদে থাকা ব্যক্তিদের কারও পক্ষ থেকে সাড়া মেলেনি। ঘটনাটি দেখে উপস্থিত অনেকে হতবাক হয়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ দুঃখপ্রকাশ করেন এবং বিদেশির প্রতি সহানুভূতি জানান। অনেকেই ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তোলেন।

অনলাইনে একজন মন্তব্য করেন, “দেশের মান-মর্যাদা ধুলায় মিশে গেল এই ঘটনার কারণে।” আরও অনেকে দেশের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / যমুনা টিভি

এম.কে
১২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস

নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে’