TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারতঃ রাজনাথ সিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এ কথা বলেন। শুক্রবার (৭ নভেম্বর) গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। তার ভাষায়, ‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে আমাদের লক্ষ্য সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’

ফার্স্টপোস্ট জানায়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

সূত্রঃ ফার্স্টপোস্ট

এম.কে

আরো পড়ুন

সরকারের অযাচিত সিদ্ধান্তকে অর্থনৈতিক দূরাবস্থার জন্য দায়ী করলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট

পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে কাজলা-শনিরআখড়া রণক্ষেত্র

হংকংগামী ফ্লাইটে মাঝ-আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু