TV3 BANGLA
স্পোর্টস

বাংলাদেশের সমর্থনে পিসিবির চিঠিঃ বিশ্বকাপ ইস্যুতে জরুরি বৈঠকে আইসিসি

২০২৬ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৭ দিন বাকি থাকলেও ভারত সফরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই চিঠির পরপরই আইসিসি তাদের বোর্ড সভা ডেকেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো। এই বৈঠকে মূলত বিসিবির করা অনুরোধ এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন বা বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিসিবি শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কারণে তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই যুক্তিকে ন্যায্য বলে অভিহিত করেছে পিসিবি, যা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় বাংলাদেশের দাবিকে আরও শক্তিশালী করেছে।

যদিও আইসিসি এখন পর্যন্ত বিসিবির কোনো প্রস্তাবই চূড়ান্তভাবে গ্রহণ করেনি, তবে পাকিস্তানের এই সরাসরি সমর্থন নতুন করে আলোচনার পথ খুলে দিয়েছে। বিসিবি আগে প্রস্তাব দিয়েছিল গ্রুপ পরিবর্তনের, যাতে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলা সম্ভব হয়, কিন্তু আইসিসি সেই প্রস্তাবেও সায় দেয়নি।

এই সংকটের মূলে রয়েছে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনা, যার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল না পাঠানোর কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই ইস্যুতে বিসিবি দুই দফায় আইসিসিকে চিঠি দিয়েছে এবং ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল, যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে এমন কোনো সময়সীমার কথা অস্বীকার করেছে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে পিসিবির চিঠি আইসিসির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের আইসিসি বৈঠকে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হবে নাকি অন্য কোনো সমাধান আসবে, তা নিয়ে ক্রিকেট বিশ্বে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। একদিকে আইসিসি তাদের পূর্বনির্ধারিত সূচিতে অটল থাকতে চাইছে, অন্যদিকে বিসিবি এবং এখন পিসিবিও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়।

বিশ্বকাপের মতো বড় ইভেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের টানাপড়েন আসরটির জৌলুস ও সূচি নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে আইসিসির এই জরুরি বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য।

সূত্রঃ ক্রিকইনফো

এম.কে

আরো পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিলেন জসিম

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বেয়ারস্টোর বিতর্কিত আউটে হতাশ ব্রিটিশ প্রধানমন্ত্রী