6.3 C
London
March 31, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলল চীন

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে চীন।

শুক্রবার (৯ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তাদের মুখপাত্র এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘চীন অবগত যে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং চীন তাকে স্বাগত জানায়। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি। আমরা বাংলাদেশের সব মানুষের সঙ্গে আমাদের ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি।’

মুখপাত্র বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর। চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’

এম.কে
০৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সাকিবকে নিয়ে জনমনে ক্ষোভ: সংবাদমাধ্যমের দায় কতটুকু?

অনলাইন ডেস্ক

সেনাবাহিনী দায়িত্ব পালনে ক্ষমতার অপপ্রয়োগ করবে না: আসিফ নজরুলের

ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও ডাকসু জিএস বর্তমান সরকারের কাছে বিচার চাইলেন