TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আসছে পেপালঃ আন্তর্জাতিক লেনদেনে নতুন যুগের সূচনা

দেশে বহুল প্রতীক্ষিত বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট সেবা ‘পেপাল’ অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা, স্টার্টআপ ও আইটি খাতের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মের সম্পূর্ণ সেবা চালুর দাবি জানিয়ে আসছিলেন। বিশ্বের ২০০টিরও বেশি দেশে ব্যবহৃত পেপাল অনলাইনে টাকা পাঠানো–গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করার জন্য অন্যতম জনপ্রিয় ও নিরাপদ পদ্ধতি।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর জানিয়েছেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট জায়ান্ট পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। তার মতে, পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই বৈশ্বিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং দ্রুত আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবেন। বর্তমানে ছোট ব্যবসায়ীরা ব্যাংকের এলসি (LC) প্রক্রিয়া না পারায় ছোট চালান পাঠাতে অসুবিধায় পড়েন। পেপাল তাদের জন্য সহজ আন্তর্জাতিক পেমেন্ট ও রপ্তানির নতুন দরজা খুলে দেবে।

বাংলাদেশে পেপালের আনুষ্ঠানিক সেবা চালুর আলোচনা এর আগেও একাধিকবার হয়েছে। ২০১৭ সালে নির্দিষ্ট তারিখ পর্যন্ত ঘোষণা করা হলেও প্রকল্পটি স্থগিত হয়ে যায়। বর্তমানে পেপালের সহযোগী প্রতিষ্ঠান ‘জুম’ সীমিত পরিসরে সেবা দিলেও ফ্রিল্যান্সারদের মূল চাহিদা—পেপাল–এর পূর্ণাঙ্গ সেবা—এখনও পূরণ হয়নি। এবার কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক অবস্থান এবং পেপালের আগ্রহে বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

পেপালের আগমন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি জনশক্তির আয় বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারা বিশ্বে পেমেন্ট হিসেবে পরিচিত হওয়ায় ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা সহজ হবে, মধ্যবর্তী জটিলতা কমবে এবং নিরাপদ পেমেন্ট প্রক্রিয়া ফ্রিল্যান্সারদের আস্থাও বাড়াবে। একইসঙ্গে দেশীয় ই-কমার্স ও স্টার্টআপগুলো আন্তর্জাতিক ক্রয়–বিক্রয়ে সহজে যুক্ত হতে পারবে।

গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় পেপাল ক্রেতা–বিক্রেতা সুরক্ষা, রিফান্ড সুবিধা এবং শক্তিশালী ফ্রড–প্রটেকশন সেবা প্রদান করে। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এসব ফিচার দেশের ব্যবসায়ী ও ক্রেতাদের আরও বেশি সুরক্ষা দেবে এবং সীমান্ত–পেরোনো লেনদেনে আস্থা বাড়াবে।

ডিজিটাল লেনদেনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাওয়ায় এখন পেপালের যোগদান দেশকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেপাল আনুষ্ঠানিকভাবে চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোতে তা বড় ধরনের মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সূত্রঃ জাগো নিউজ

এম.কে

আরো পড়ুন

খালেদা জিয়াঃ রাজনীতির লাইমলাইটে বেগমের প্রত্যাবর্তন

নির্বাচন ৮–১২ ফেব্রুয়ারি, তফসিল হতে পারে ১১ ডিসেম্বর

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক