6.5 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আসতে আগ্রহী চীনা ইন্টারনেট জায়ান্ট ‘টেন্সেন্ট’

চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, “বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।”

তিনি আরও বলেন, “আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে অফিসিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।”

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (ওএসআইআরআইএস গ্রুপ)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি “যাত্রা”র হাত ধরে। বাংলাদেশে কালিয়াকৈর হাইটেক পার্কে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড।”

টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। প্রতিষ্ঠানটি চীন ছাড়াও সারা বিশ্বে বিভিন্ন ইন্টারনেট-সংশ্লিষ্ট পণ্য এবং সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি সেবা দিয়ে থাকে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

কিটক্যাট কেলেঙ্কারিঃ নেসলে বাংলাদেশের শীর্ষ দুই কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা

গণিতের নতুন সূত্র ‘আবিষ্কার’ জবির সাবেক শিক্ষার্থীর

গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠছেন তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তনে প্রস্তুত বিএনপি