0.1 C
London
January 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আসতে ভারতীয় ভিসা প্রত্যাশীদের লম্বা লাইন

বাংলাদেশে আসার জন্য কোলকাতায় ভিসা প্রত্যাশীদের প্রতিদিন লম্বা লাইনে দাড়াতে হচ্ছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশি মিশনগুলো ভারতীয়দের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে অনেক সংখ্যক ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপুরাতে বাংলাদেশ মিশনে হামলার পরে সেখান থেকে ভিসা ইস্যু করা বন্ধ করে দেয় বাংলাদেশ। কিন্তু অন্যান্য মিশনগুলোতে ভিসা দেওয়া অব্যাহত রেখেছে ঢাকা।’

ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হয় কোলকাতায়। ৫ আগস্টের আগে গড়ে প্রতিদিন ৩৫০টির বেশি ভিসা ইস্যু করা হতো এবং ভিসা প্রত্যাখ্যানের হার ছিল অত্যন্ত কম। ৫ আগস্টের পরে এটি গড়ে ২০০-এর কোঠায় নেমে আসে। গত ২৮ নভেম্বর কোলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ১০০ মিটারের মধ্যে একটি মিছিল চলে আসে। এরপর থেকে ভিসা গ্রহণের সংখ্যা ১০০ করেছে মিশনটি।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখন প্রতিদিন ১০০ পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করছি। কিন্তু ভিসা প্রত্যাশীদের সংখ্যা এর থেকে বেশি। ফলে ভারতীয়দের লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি জানান যে ১০০ আবেদন গ্রহণ করলেও ৭৫ থেকে ৮৫ জনকে ভিসা দেওয়া হচ্ছে।

এম.কে
০১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে হলিউডের তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ আসছে

নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়ঃ প্রধান উপদেষ্টা

তুরস্কের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ

অনলাইন ডেস্ক