16.5 C
London
September 3, 2025
TV3 BANGLA
ফিচার

বাংলাদেশে কেওকারাডংয়ের পাদদেশে বগালেকঃ প্রকৃতির অদ্ভুত সৃষ্টি ও ইতিহাস

বান্দরবানের রুমা উপজেলার কেওকারাডং পাহাড়ের পাদদেশে অবস্থিত বগালেক বা বগাকাইন লেককে ঘিরে রয়েছে রহস্যময়তা ও প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘দ্য লেক অব মিস্ট্রি’ বা ‘ড্রাগন লেক’ নামে। পাহাড়ের বুকের ভেতর নিস্তব্ধ জলের এই বিশাল ভাণ্ডার প্রতিনিয়ত টানে পর্যটকদের।

ভূতত্ত্ববিদদের মতে, প্রায় দুই হাজার বছর আগে একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা উল্কাপাতের ফলে তৈরি বিশাল গর্তে জমে থাকা বৃষ্টির পানিই আজকের বগালেক। প্রাকৃতিকভাবেই সৃষ্ট এই হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বতন্ত্র ইকোসিস্টেম। চারপাশে ঘন বন, অরণ্যঘেরা পাহাড় আর শান্ত জলের সংমিশ্রণ একে করে তুলেছে অনন্য।

লোককথায় বলা হয়, বগালেকের গভীরে বাস করে রহস্যময় ড্রাগন। স্থানীয়দের বিশ্বাস, বিশেষ সময়ে লেক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। এই কারণেই একে অনেকে ‘ড্রাগন লেক’ বলে ডাকেন। বৈজ্ঞানিকরা যদিও এ ধরনের ধারণাকে লোকবিশ্বাস বলে মনে করেন, তবে স্থানীয় সংস্কৃতিতে এর প্রভাব গভীর।

আজকের দিনে বগালেক শুধু একটি প্রাকৃতিক নিদর্শনই নয়, বরং দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। পাহাড়ি জীবন, স্থানীয় সংস্কৃতি আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মিশেলে এটি পর্যটকদের কাছে হয়ে উঠেছে ‘বাংলাদেশের পাহাড়ি মুক্তো’।

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

মাত্র পাঁচ মিনিটের জাঙ্ক ফুড বিজ্ঞাপন দেখলেই শিশুদের খাবারের পরিমাণ বেড়ে যায়ঃ গবেষণা

২২ আগস্ট পর্যন্ত আবেদনযোগ্য কমনওয়েলথ ফেলোশিপ, আবেদন লিংকসহ

গাড়ি চালানোর অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপেলের ‘কারপ্লে’