TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে পোষা প্রাণীর জন্য শীতাতপনিয়ন্ত্রিত ‘হলিডে হোম’

ঢাকার ব্যস্ত জীবনযাত্রার মধ্যে পোষা প্রাণীদের জন্যও এখন মিলছে অবকাশ কাটানোর সুযোগ। ঈদ বা দীর্ঘ ছুটির সময় যখন পরিবারের সবাই ছুটে যান নিজ শহরে, তখন কুকুর-বিড়ালদের দেখাশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকে। সেই দুশ্চিন্তার সমাধান হিসেবে রাজধানীতে গড়ে উঠেছে শীতাতপ নিয়ন্ত্রিত পোষা প্রাণীর আবাসিক হোটেল।
রাজধানীতে বর্তমানে ১৫ থেকে ২০টির মতো হোটেল এবং ফস্টার হোম রয়েছে যেখানে টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য পোষা প্রাণী রেখে যাওয়া যায়। কুকুরের জন্য প্রতিদিনের খরচ প্রায় ১৭০০ টাকা, আর বিড়ালের জন্য ৯০০ টাকা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে খরচে কিছুটা ছাড়ও মেলে।

গুলশানে অবস্থিত ‘ফারিঘর’-এর জেনারেল ম্যানেজার কাজী জীহাদ উল্লা দাস্তগীর জানান, পুরো ঘরটিই সিকিউরিটি লক দ্বারা নিয়ন্ত্রিত। আলাদা কেবিনে কুকুর ও বিড়ালের জন্য রয়েছে নিজস্ব বিছানা, টয়লেট, খেলার জায়গা ও বিনোদনের ব্যবস্থা। এমনকি মালিকরা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তাদের আদরের প্রাণীটি কেমন আছে।

চাকরিজীবী খান মনসুরুল রহমান জানান, “আমরা পোষা প্রাণীকে সন্তানের মতোই লালন করি। এ ধরনের হোটেলে রেখে গেলে মনটা শান্ত থাকে।”

তবে এই হোটেল ব্যবহারের আগে কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। যেমন—পোষা প্রাণীর টিকা দেওয়া থাকতে হবে, আগেভাগে বুকিং করতে হবে, পর্যাপ্ত খাবার দিয়ে যেতে হবে এবং মালিকের পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

উদ্যোক্তারা বলছেন, এটি কোনো বিলাসিতা নয়, বরং সময়োপযোগী প্রয়োজন। পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, যত্ন এবং সচেতনতা বাড়াতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।

এম.কে
১২ জুন ২০২৫

আরো পড়ুন

চুক্তি বাতিল হওয়া দুই কর্মকর্তার খোঁজ পাচ্ছে না কানাডা মিশন

ঢাকায় মার্কিন দূতাবাসে বিশেষ দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন

বন্দুকযুদ্ধে ‘নিহত’ আসামি আদালতে হাজির!

অনলাইন ডেস্ক