14.7 C
London
August 27, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে বায়োমেট্রিক ভিসাসংক্রান্ত নথির মেয়াদ ৩০ দিন বাড়িয়েছে কানাডা

কানাডা সরকারের বিভাগ অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের অভূতপূর্ব চাহিদার কারণে জারি করা বায়োমেট্রিক নির্দেশনাপত্র (বিআইএল) এবং পাসপোর্ট জমা দেয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরো ৩০ দিন বাড়িয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান।

মুখপাত্র বলেন, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো- তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরো ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে অক্ষম তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সাথে যোগাযোগ করা প্রয়োজন। যেকোনো নতুন ইস্যু কেবলমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে।

মুখপাত্র বলেন, ‘আমরা আবেদনকারীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার এবং শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানাচ্ছি।’

আইআরসিসি কানাডা সরকারের বিভাগ, যা কানাডায় অভিবাসন, শরণার্থী এবং কানাডার নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলো দেখে থাকে।

সূত্রঃ ইউএনবি

এম.কে
২৯ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটতে নির্দেশ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

বেগমপাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা