10.3 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীনঃ রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে সামুদ্রিক মাছ সংরক্ষণ, প্রক্রিয়াকরণের কারখানা এবং মাছ রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য, আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, চীনের বাজারে এ সমস্ত পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। এইসব পণ্য চীনে রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে বাংলাদেশ।

আলোচনার সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন।

এম.কে
০৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

জুলাই ঘোষণাপত্রঃ ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

বিলাসবহুল জাহাজে চট্টগ্রাম-সেন্ট মার্টিন

আচমকা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের কেনা বেচার ফেসবুক গ্রুপগুলো