TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে অভূতপূর্ব সহযোগিতায় স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টের প্রশংসা

বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের “সমন্বিত, দক্ষ ও দ্রুত সিদ্ধান্তমূলক” ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন ড্রেয়ার।

স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশে যেভাবে দক্ষতা, আগ্রহ এবং একাগ্রতা দেখেছি, তা সত্যিই ব্যতিক্রম। স্পেসএক্সে আমার সব সহকর্মীর পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে ড্রেয়ারকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই সময় বর্ষাকাল। চারপাশে সবুজ, কিন্তু এর সঙ্গে বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সমস্যা থাকে। এমন মুহূর্তে নির্ভরযোগ্য স্যাটেলাইট সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

তিনি জানান, দেশের পার্বত্য ও প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সংযোগ এখনও অপ্রতুল। এ কারণে সরকার ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে, যাতে দুর্গম এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পেতে পারে।

এছাড়া নারীর স্বাস্থ্যসেবার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “অনেক নারী গর্ভাবস্থায় চিকিৎসা নিতে পুরুষদের সহায়তা ছাড়া বের হতে পারেন না। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।”

তিনি আরও বলেন, ‘বিদেশে থাকা বাংলাদেশিরাও মাতৃভাষায় দেশের চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস ও সেবাপ্রাপ্তি সহজ করবে।’

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, “আপনি যেভাবে প্রযুক্তিকে মানবসেবার জন্য কাজে লাগাচ্ছেন, তা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে অনুকরণীয়। দুর্নীতিবিরোধী অবস্থান এবং জনসেবাকে বিকেন্দ্রীকরণের জন্য আপনার যে পরিকল্পনা, তা আমি বিশ্বের অন্যান্য নেতাদের সাথেও ভাগ করে নেব।”

তিনি বলেন, “দুনিয়াজুড়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি দুর্নীতি কত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনি যে স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে প্রযুক্তির ব্যবহারের কথা বলছেন, তা একটি নতুন দিগন্তের সূচনা।”

এম.কে
১৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

নতুন রাজনৈতিক দল আনতে চান ছাত্ররা, এক মাসের মধ্যে সিদ্ধান্ত

সেনাপ্রধানের সাথে দেখা করলেন আলোচিত ক্যাপ্টেন আশিক

নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন