4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ থেকে নার্স নেবে কুয়েত

বাংলাদেশসহ কয়েক দেশ থেকে আরো দুই হাজার নার্স নিয়োগ দিতে চায় কুয়েত। দেশটিতে যেসব নতুন হাসপাতাল ও ক্লিনিক তৈরি করা হয়েছে সেখানে এসব নার্স নিয়োগ দেওয়া হবে। যেসব দেশ থেকে নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার সেগুলো হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন।

কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী।

এর আগে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়। যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশটিতে বেশ সুনাম অর্জন করেছেন।

এম.কে
১০ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

দুই বছর আগে থেকেই হত্যাকাণ্ড পরিকল্পনা, সম্মতি আছে শেখ হাসিনার!

পদত্যাগ করেছেন জালাল ইউনুস

বাংলাদেশে হজ নিবন্ধনের সময় বাড়ানো হলো আবার

নিউজ ডেস্ক