25.8 C
London
July 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ থেকে সোর্সিং ৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রুশ ফ্যাশন ব্র্যান্ডের

বর্তমানে বাংলাদেশের ২৬টি পোশাক কারখানা গ্লোরিয়া জিন্সের জন্য পোশাক তৈরি করছে। ২০১৫ সালে বাংলাদেশ থেকে কোম্পানিটির বার্ষিক সোর্সিংয়ের পরিমাণ ছিল ৫ মিলিয়ন ডলার। ২০১৮ সালের মধ্যে এটি বেড়ে ৮০ মিলিয়ন ডলারে দাঁড়ায়।

বাংলাদেশ থেকে সোর্সিং (পণ্য সংগ্রহ) বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়ার বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড গ্লোরিয়া জিন্স। ২০২৫ সালের মধ্যে অর্ডার ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে তারা।

রাশিয়ায় স্থানীয় পোশাক উৎপাদন কমিয়ে নতুন সোর্সিং গন্তব্য খুঁজছে কোম্পানিটি। সেই কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশ থেকে সোর্সিং বাড়ানোর পরিকল্পনা তাদের।

এক সাক্ষাৎকারে গ্লোরিয়া জিন্সের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আঞ্চলিক জেনারেল ম্যানেজার মইন আহমেদ বলেন, ‘গত বছর বাংলাদেশ থেকে আমাদের সোর্সিং অনেকটা বেড়েছে। ২০২৫ সালে আমাদের ব্যবসা বিদায়ী বছরের চেয়ে ৩০ শতাংশ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, এক বছর আগে গ্লোরিয়া জিন্স উজবেকিস্তান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি রাশিয়ায় ৬-৭টি উৎপাদন ইউনিট বন্ধ করার পরিকল্পনার ইঙ্গিতও দেন তিনি। এসব অর্ডারের একটি অংশ প্রধান সরবরাহকারী চীন ও ভিয়েতনামের পাশাপাশি বাংলাদেশেও স্থানান্তরিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের স্থানীয় অফিস উল্লেখযোগ্য পরিমাণে ডেনিম কাপড় উৎপাদন করেছে, যা এর প্রতিযোগিতা-সক্ষমতা বাড়িয়েছে। তবে রাশিয়ায় পোশাক রপ্তানিতে উচ্চ শুল্ক এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

মঈন জানান, শুল্কজনিত বাধা সত্ত্বেও বাংলাদেশে গত তিন বছরে গ্লোরিয়া জিন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী কৌশল প্রয়োগ করেছি, ইতিমধ্যেই যার কার্যকারিতার প্রমাণ মিলেছে। তবে আরও সম্ভাবনার দ্বার খুলতে চড়া শুল্ক কমানোর ক্ষেত্রে সরকারি সহায়তা জরুরি।’

মঈন বলেন, ‘বাংলাদেশ যদি এসব শুল্ক বাতিলের আলোচনায় সফল হয়, তবে এদেশ রাশিয়ায় সবচেয়ে বড় সরবরাহকারী হয়ে উঠতে পারে বাংলাদেশ। এই বাজারে পোশাক রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে।’

বর্তমানে ছয়টি বাংলাদেশি সরবরাহকারী রাশিয়ার ডেনিম আমদানির প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে। এর মধ্যে শীর্ষ দুই রপ্তানিকারক হচ্ছে অ্যাবা গ্রুপ ও স্কয়ার গ্রুপ।

ডেনিম ছাড়াও গ্লোরিয়া জিন্স বাংলাদেশ থেকে জার্সি নিটওয়্যার ও সোয়েটার সংগ্রহ করে। এছাড়া টেক্সট টাউন গ্রুপের সঙ্গে আউটওয়্যারও উৎপাদন করছে কোম্পানিটি।

সূত্রঃ কোমেরসান্ত

এম.কে
৩১ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বন্দুকযুদ্ধে ‘নিহত’ আসামি আদালতে হাজির!

অনলাইন ডেস্ক

আমরা আপনার সরকারের সাথে কাজ করতে উন্মুখঃ ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ