5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় লন্ডনের এক ব্যক্তির কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালানোয় দোষী সাব্যস্ত হয়ে দক্ষিণ লন্ডনের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে।

 

দক্ষিণ লন্ডনের ৫০ বছর বয়সী মুন্না হামজা সন্ত্রাসবাদ আইন অনুসারে সন্ত্রাসবাদকে উত্সাহিত করার জন্য তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ওলউইচ ক্রাউন আদালতে মোট তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

 

পুলিশ জানিয়েছে, হামজা ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি পোস্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতা ছড়িয়ে আসছে।

 

তার পোস্টে হামজা অন্যদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গুরুতর সহিংসতা করার আহ্বান জানিয়েছে।

 

২০১৮ সালের জুলাই মাসে লন্ডন পুলিশ হামজাকে দক্ষিণ লন্ডনে তার কাজের জায়গা থেকে গ্রেপ্তার করেন। তার কম্পিউটার, ফোন এবং মেমরি স্টিকগুলো ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করেন।

 

পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান কমান্ডার রিচার্ড স্মিথ বলেন, হামজার ক্ষতিকারক, উগ্রপন্থী পোস্ট সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য আমি জনসাধারণের প্রশংসা করছি।

 

তিনি আরো যোগ করেন, আশা করছি এটির মাধ্যমে জনসাধারণ একটি ম্যাসেজ পাবে। যদি কেউ অনলাইনেও উস্কানিমূলক প্রচারণা চালায় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।

 

সূত্র: সারি কমেট
২১ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

কেয়ার ভিসায় পরিবার নিষেধাজ্ঞার কারণে কর্মী সংকটে পড়বে যুক্তরাজ্যঃ অভিবাসন বিশেষজ্ঞ

অন্য কোনো দেশের হয়ে আর কখনো যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

অনলাইন ডেস্ক

পরাশক্তিদের সম্পর্কচ্ছেদের কারণে বিশ্ব অর্থনীতি একটি শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে