14.6 C
London
March 29, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশ হতে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিচ্ছে ইটালি

দ্বিপাক্ষিক সমঝোতার আওতায় বাংলাদেশ থেকে অবকাঠামো, শিপবিল্ডিং ও সেবাখাতে দক্ষ কর্মী নেবে ইটালি। ইটালিতে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক আলোচনায় আরও কিছু বিষয়ের সাথে কর্মী নিয়োগের বিষয়টি উঠে আসে।

গতকাল ৭ জুন বুধবার রোমে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্য়ায়ের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উভয় দেশের দ্বিপাক্ষিক অভিবাসন ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

 

 

 

 

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইটালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া এই আলোচনায় নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। এই আলোচনায় উভয় পক্ষই ইটালিতে অবৈধ অভিবাসন মোকাবেলায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

ইটালির প্রতিনিধিদল বর্তমানে ‘ফ্লুসি ডিক্রির’ আওতায় মৌসুমি ও অ-মৌসুমি কাজের জন্য কর্মীদের ৪৬ শতাংশের বেশি বাংলাদেশ থেকে ইটালিতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

রাজনৈতিক আলোচনায় বসার আগে দুই দেশের প্রতিধিনিধি বাংলাদেশ ও ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেন।

এম.কে
০৮ জুন ২০২৩

আরো পড়ুন

সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

১৬ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে সোনালী ব্যাংক ইউকে

অনলাইন ডেস্ক

রোমানিয়ায় ইউরোপ গেইম আতঙ্ক