TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

বাংলা ভাষার সম্মানঃ হিথরো বিমানবন্দরে ইমিগ্রেশন বোর্ডে যুক্ত হলো বাংলা বার্তা

বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর লন্ডনের হিথরোতে এবার দেখা গেল বাংলায় লেখা দিকনির্দেশনা। যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি এক গর্বের মুহূর্ত। ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলায় প্রদর্শিত নির্দেশনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

বুধবার হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৪–এর ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শিত নির্দেশনায় লেখা ছিল, “অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।” ইংরেজি, আরবি ও হিন্দিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাও যুক্ত হয়েছে।

বাংলা ভাষায় এই দিকনির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি, অবদান ও স্বীকৃতির প্রতিফলন।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক আজিজুল ইসলাম খান বলেন, “বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়ের ক্রমবর্ধমান অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত। শত বছরের বেশি সময় ধরে এই দেশে আমাদের উপস্থিতি ও অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি এটি।”

এর আগেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা ভাষার ব্যবহার দৃশ্যমান হয়েছে। ২০২২ সালের মার্চে স্বাধীনতা দিবসের আগে পূর্ব লন্ডনের ব্যস্ত পাতাল রেলস্টেশন ‘হোয়াইটচ্যাপল’-এর প্রবেশপথে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’।

টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট ও ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কিছু রাস্তায় ইংরেজির পাশাপাশি বাংলায় নাম লেখা রয়েছে। এলাকাটির সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে গড়ে উঠেছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুলের মতো প্রতিষ্ঠান।

এছাড়া পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রয়েছে আটটি স্থায়ী শহীদ মিনার, যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদাকে আরও উঁচু করেছে।

কমিউনিটি নেতৃবৃন্দের মতে, হিথরো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু ভাষার স্বীকৃতি নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক সাফল্যের প্রতীকও বটে।

এম.কে

আরো পড়ুন

সিলেটেও শুরু হবে অনলাইনে পেঁয়াজ বিক্রি

অনলাইন ডেস্ক

প্রিন্স ফিলিপ ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা: বরিস জনসন

বিতরণের সময় হারিয়েছে শত শত ব্রিটিশ পাসপোর্ট!