3.8 C
London
April 20, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বাকিংহামে নয় বালমোরালে: প্রাচীন প্রথা ভেঙে নির্বাচিত হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভাঙতে যাচ্ছে আরো একটি প্রাচীন ব্রিটিশ প্রথা। ব্রিটেনে নতুন যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি ও বরিস জনসন ৬ই সেপ্টেম্বর যাবেন স্কটল্যান্ডে। সেসময় রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডন থাকবেন না। তিনি থাকবেন স্কটল্যান্ডের বালমোরালে। সেখান থেকেই তিনি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।

 

বুধবার (৩১ আগস্ট) বাকিংহাম রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। ৯৬ বছর বয়সী রানি তার ৭০ বছরের রাজত্বকালে প্রধানমন্ত্রীদের সর্বদাই নিয়োগ দিয়েছেন বাকিংহাম প্যালেসে। সেখানে আছেন তার বিপুল ভক্ত, দর্শক। ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীকে নিশ্চয়তা দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বয়সজনিত কারণে রানীর চলাফেরায় সমস্যা হয়। তাই সিদ্ধান্ত বদলের কথা আগেই জানানো হয়েছে।

 

উল্লেখ্য, বৃটেনে ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির নেতা হিসেবে আগামী ৫ই সেপ্টেম্বর সোমবার নাম ঘোষণা করা হবে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস অথবা সাবেক চ্যান্সেলর ঋষি সুনাকের। তার পরদিনই রানির কাছে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বরিস জনসন। এর সামান্য পরেই নব্য প্রধানমন্ত্রী রানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

৩১ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইভ্যালির চেয়ারম্যান ও এমডি ৩ দিনের রিমান্ডে

আফগান নারীকে দেশে ফেরত পাঠাতে ভিসা বাতিল করেছে হোম অফিস

যুক্তরাজ্যে মাটির নীচে আজব হোটেল