24.3 C
London
July 30, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাকেরগঞ্জে কুকুরকে ফাঁস দিয়ে ও পিটিয়ে হত্যা, যুবককে জরিমানা

বরিশালের বাকেরগঞ্জে কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে। ঘটনার জেরে এক যুবককে জরিমানা ও তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কলসকাঠি ইউনিয়ন পরিষদে জরিমানা ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, খোকন হাওলাদার (৪২) দীর্ঘদিন ধরে গ্রামের একটি কুকুরকে ‘পাগল’ দাবি করে ফাঁসির ঘোষণা দেন। রোববার কুকুরটিকে দেখতে পেয়ে রায়হান মল্লিক (১৭), বায়েজিদ হাওলাদার (১৭) ও সুমন গাজী (২১)–কে সঙ্গে নিয়ে তিনি কুকুরটিকে ধরে আনেন। এরপর গলায় রশি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে একজনে পিটিয়ে হত্যা করে, অন্যরা ভিডিও ধারণ করে।

পরে চারজনই ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, ‘আজ মঙ্গলবার বিষয়টি সমাধান হয়েছে। এসিল্যান্ড ও প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। খোকন হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, ‘চারজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। একজনকে জরিমানা করা হয়েছে।’

উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. সালেহ আল রেজা প্রশিক্ষণে থাকায় দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ বলেন, ‘স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কুকুরটি ভারসাম্যহীন ছিল। তবে ভারসাম্যহীন হলেও এভাবে নির্মমভাবে হত্যা করা আইনত অপরাধ। বিষয়টি প্রাণিসম্পদ অধিদফতরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩০ জুলাই ২০২৫

আরো পড়ুন

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, ৪০০ অভিযোগ

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান গ্রেপ্তার

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া, দিনক্ষণ চূড়ান্ত