17.9 C
London
May 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এদিকে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনের ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা তৈরি হয়েছিল।

গত শুক্রবার জুমার নামাজের আগে মিম্বর থেকে বয়ান করছিলেন বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান। এ সময় সাবেক খতিব মাওলানা রুহুল আমিন অনুসারীদের নিয়ে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা তাদের বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ সময় একদল মুসল্লি স্লোগান দিতে শুরু করেন, ‌‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, এ সময় বায়তুল মোকাররম এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পরে খবর পেয়ে র‌্যাব ও সেনাবাহিনীও উপস্থিত হয়। সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

সশস্ত্র বাহিনীর সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান

‘আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান জারি হলো বাংলাদেশে

অনলাইন ডেস্ক