5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নইঃ জামায়াতের আমির

কোনো রাজনৈতিক দলের সদস্যদের বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ নয় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের। তিনি বলেন, তারাও আমাদের পরিবারের সদস্য।

বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমির।

বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না। মূল আমাদের লাগবে তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমাটা দেওয়া হয়। আমি ওই মৌলবাদী মুসলমান না। আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।

জামায়াতে আমির বলেন, ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নয়। কারও উপরে জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না। এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারা তো করে গেছেন, এখন আমরা কি করবো সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কী হবে? তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের কী করবে না করবে। এখন কথা হলো জাতির জন্য আমরা কী করবো?

তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নয় একটি পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে, এমন একটি বাংলাদেশ চাই, ধর্ম বর্ণ, দল-মত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না, তা উচিত নয়। একজন নাগরিক জন্ম নেওয়ার পর সে কোন ধর্মের কোন বর্ণের তা বিবেচ্য বিষয় নয়। তবে ভাবতে হবে সে বাংলদেশি নাগরিক, এটাই তার বড় পরিচয়। আমি বারবার একটি কথা বলে আসছি যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন? নিশ্চয় এমন একটি কাজ আমরা করেছি যার কারণে মন্দির পাহারা দেওয়া লাগে। সে কারণটি দূর করতে হবে। যাতে কারও কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়া না লাগে।

এম.কে
১৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

৮ বার সময় বাড়ানো হলেও হজ নিবন্ধন ঘাটতি ৬,৭০৭ জন

ডিজিটাল নিরাপত্তা আইন পৃথিবীর অন্যতম কঠোর আইন

৫৯৫ টাকার গরুর মাংস বিক্রি করায় তোপের মুখে খলিল