TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামের কাউন্সিলর ওয়াসিম জাফারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কমিউনিটি

যুক্তরাজ্যের বার্মিংহামের কাউন্সিলর ওয়াসিম জাফারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ। একই সঙ্গে বার্মিংহামজুড়ে রাজনৈতিক অঙ্গন, কমিউনিটি ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।
ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, বার্মিংহামের সহকর্মীদের মতো তিনিও কাউন্সিলর ওয়াসিম জাফারের হঠাৎ মৃত্যুতে বিস্মিত ও মর্মাহত। তিনি উল্লেখ করেন, ওয়াসিম জাফার একটি পরিবার রেখে গেছেন এবং এই অকল্পনীয় কঠিন সময়ে তার পরিবার তাদের দোয়ায় রয়েছেন।

ওয়াসিম জাফারের মৃত্যুতে কমিউনিটির ঘনিষ্ঠজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করছেন। তার বন্ধু বশারত রাজা এক আবেগঘন মন্তব্যে বলেন, ওয়াসিম জাফর ছিলেন একজন গর্বিত সন্তান এবং দয়া, সম্মান ও উদারতার এক উজ্জ্বল উদাহরণ।

জনসেবার প্রতি ওয়াসিম জাফরের অঙ্গীকার ছিল দৃঢ় ও আপসহীন। পটভূমি বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাইকে তিনি উষ্ণভাবে গ্রহণ করতেন। তার আতিথেয়তা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা তাকে কমিউনিটির ভেতরে ব্যাপক গ্রহণযোগ্যতা এনে দেয়।

যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়াসিম জাফর। তার বিস্তৃত সামাজিক নেটওয়ার্ক দুই দেশজুড়েই বিস্তৃত ছিল। তিনি ছিলেন সদিচ্ছার এক বাস্তব দূত—যিনি প্রয়োজনে দিকনির্দেশনা, সহায়তা ও সহযোগিতা দিতে সদা প্রস্তুত থাকতেন।

ব্যক্তিগত স্মৃতিচারণায় বশারত রাজা জানান, পাকিস্তানে একাধিকবার ওয়াসিম জাফারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেসব সাক্ষাতে তারা গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষাবিষয়ক আলোচনা করতেন। যুক্তরাজ্যে ছাত্র কিংবা আত্মীয়দের সহায়তার প্রয়োজন হলে ওয়াসিমের পরিবার সবসময় পাশে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ওয়াসিম জাফারের মৃত্যু আরও বেদনাদায়ক হয়ে ওঠে একটি হৃদয়বিদারক কাকতালীয় ঘটনায়।

সম্প্রতি তিনি তার চাচা রাজা কামাল খানের জানাজায় অংশ নিয়েছিলেন। এর অল্প সময়ের মধ্যেই তার নিজের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে কমিউনিটির অনেকেই তা বিশ্বাস করতে পারেননি।
রাজনৈতিক ও সামাজিক নেতারা বলছেন, ওয়াসিম জাফরের প্রয়াণ শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি। তার মানবিকতা, জনসেবা ও নেতৃত্বের স্মৃতি দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনের আসছে সাতটি নতুন ড্রাইভিং আইন

নিউজ ডেস্ক

মূল্যস্ফীতি বেড়েই চলছে যুক্তরাজ্যে

শামিমা বেগমের নাগরিকত্ব বাতিল নিয়ে ইউরোপীয় আদালতের প্রশ্নঃ সিদ্ধান্তে অনড় যুক্তরাজ্য সরকার